আজ খবর ডেস্ক- রাজ্যে কাজের আরও গতি আনতে একধাপ এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। দুটি জেলায় দুটি নতুন পুরসভা উপহার দেওয়া হল জেলাবাসীদের।

আলিপুরদুয়ারে ফালাকাটা পুরসভা এবং জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি পুরসভা। এই দুই পুরসভার সীমানা নির্ধারণের কাজও প্রায় শেষের মুখে বলে জানিয়েছে নবান্ন। রাজ্যে এতদিন সবমিলিয়ে পুরসভার সংখ্যা ছিল ১২৫, যা বেড়ে হল ১২৭।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সবকটি পুরসভার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। এখন সেগুলিতে কাজ চলছে পুর প্রশাসক দ্বারা। আর তার মধ্যেই নতুন এই দুই পুরসভার সংযোজন হল রাজ্য সরকারের তরফে। যদিও এই বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে ২০২২ এর আগে ওই নতুন পুরসভাগুলিতে নির্বাচন করা সম্ভব নয়।

পুর নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে শাসক এবং বিরোধীদের মধ্যে। রাজ্য সরকার যখন উপনির্বাচনের দাবি করেছিল, সেই সময় পুর নির্বাচন নিয়ে সরব হয়েছিল বিরোধী দল বিজেপি।কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর জন্য সরব হয়েছে বিজেপি। রাজ্য সরকারের তরফে জানানো হয়, উৎসব পর্ব মিটলে শীতকালেই হতে পারে পুর নির্বাচন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *