আজ খবর ডেস্ক- রাজ্যের তরফে চালু করা হয়েছে লোকাল ট্রেন তবে কলকাতা এখনও সংক্রমণের দিক থেকে শীর্ষে। তবে এতোটুকু ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। কলকাতাতে চারটি মাইক্রো কনটেইনমেন্ট জোন করল কলকাতা পুরসভা।

কলকাতার চারটি ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে কনটেইনমেন্ট জোন হিসেবে। ১০৮, ১০৯, ৯৮ এবং ৯৯ নম্বর ওয়ার্ডকে বেছে নিয়েছে কলকাতা পুরসভা। আগে সোনারপুরে বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। তিন দিন বন্ধ ছিল সোনারপুরের সব বাজার দোকান।

ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে স্যানিটাইজেশন চালু রেখেছে তারা। পাশাপাশি প্রশাসনের তরফেও যথেষ্ট পরিমাণে কড়াকড়ি শুরু করা হয়েছে পথে-ঘাটে। মাস্ক না পড়লে আটক করা হচ্ছে জনসাধারণকে অথবা মোটা অংকের গুনতে হচ্ছে ফাইন

তবে ইতিমধ্যেই কলকাতা লাগোয়া সোনারপুর অঞ্চলে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। ফিরহাদ হাকিম জানান, ওই এলাকাগুলিতে কঠোরভাবে নজরদারি চালানো হবে সরকারের তরফে। পাশাপাশি চিকিৎসাব্যবস্থা প্রদান করা হবে ওই এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *