আজ, রবিবার, আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিষেকের জনসভাকে ঘিরে এই মুহূর্তে সাজ সাজ রব ত্রিপুরা তৃণমূলের কর্মীমহলে। এর মধ্যেই আগরতলায় হাজির হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাহলে কি আবার তৃণমূলে ফিরবেন রাজীব ! এখন রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা তুঙ্গে ।

বিজেপির হয়ে ভোটে পরাজয়ের পর থেকেই গেরুয়া শিবিরের কোনও কর্মসূচিতেই নজরে পড়েনি তাঁকে। শোনা যাচ্ছিল, তৃণমূলে ফেরার প্রাণপণ চেষ্টা করছেন তিনি। তবে এতদিন পর্যন্ত ঘাসফুলের সবুজ সঙ্কেত না মেলায় চুপ ছিলেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক।

সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েই শনিবার ত্রিপুরার আগরতলায় পৌঁছেছেন রাজীব। জানা যাচ্ছে, তাঁকে নাকি ত্রিপুরায় অভিষেকের সভায় আসতে বলা হয়েছে। সম্ভবত আজই অভিষেকের হাত থেকে দলীয় পতাকা হাতে নিয়ে ঘরওয়াপসি ঘটবে তাঁর। এমনটাও শোনা যাচ্ছে যে, অভিষেকের সভায় বিজেপির বহু কুকীর্তি ফাঁস করতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

যদিও, রবিবার ত্রিপুরায় হাজির হওয়া প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে রাজীব জানিয়েছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে আগরতলায় গিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় তৃণমূল নেতাকর্মীদের উপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন রাস্তায় দুপুর ১ টায় শুরু হবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের সভা। সভার প্রস্তুতির জন্য ত্রিপুরায় আগে থেকেই উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যেহেতু রাজীবকে এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে, তাই তৃণমূলের তরফ থেকে ধরেই নেওয়া হচ্ছে যে, হয়তো দলে আবারও তাঁকে ফিরিয়ে নেওয়া হবে । তবে প্রকাশ্যে এখনও পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো প্রতিক্রিয়া দেননি। পরিস্থিতির দিকে তাকিয়ে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে মুখ খুলতে চাননি রাজীবও। কারণ, তাঁকে দলে ফিরিয়ে নেওয়া নিয়ে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশও ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *