কাউকেই ছেড়ে কথা বলেন না তিনি। ঘরে-বাইরে সব জায়গাতেই তাঁর পরিচয় দুর্মুখ বলেই। গতকাল চার কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে তিনটি কেন্দ্রেই বিজেপির জামানত জব্দ হলে নিরবতা ভেঙে সরব হন তথাগত রায়। মনে হয় তথাগত চূড়ান্ত ফল দেখারই অপেক্ষা করছিলেন। আর সেই ফল ঘোষণার পরই সব ধৈর্যের বাঁধ ভেঙে দিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দিলীপ ঘোষের একটি পুরনো পোস্টকে ঘিরে দলের বিরুদ্ধে কামান দাগলেন তিনি। ভোটের রায়ে এই পরিণতির জন্য দুষলেন রাজ্য বিজেপিকেই।

তথাগত রায় তার টুইটারে লেখেন, “দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই।”

তথাগত রায়ের উদ্ধৃত ভিডি ভিসি একটি ল্যাটিন শব্দবন্ধ। যার অর্থ লুকিয়ে রয়েছে জুলিয়াস সিজার নাটকে। ভিনি ভিডি ভিসি-র মানে এলাম, দেখলাম, জয় করলাম। তথাগত দিলীপ ঘোষের রাজনৈতিক ভঙ্গিমাকে কটাক্ষ করে ওই উক্তি করেন। তিনি বলতে চেয়েছেন, দিলীপের ওই আচরণের জন্যই মাশুল গুনছে আজ বিজেপি ।

তিনি টুইটারে আরও লেখেন, বিজেপির এক বহু পুরোনো কর্মী স্বপন দাশের মন্তব্য: “নির্বাচনের ঠিক আগে জয়নগরে সভা পরিচালনা করছিলাম, আগেরদিন অভিনেত্রী শ্রাবন্তী বিজেপিতে যোগ দিয়েছেন, কৈলাশজী তার ভাষনে শুধু শ্রাবন্তীর নাম….শুধু শ্রাবন্তী বন্দনায় মগ্ন ছিলেন যেন লালা ঝরছে। লজ্জা করছিল আমার,এরা আমাদের নেতা”?

তিনি দলের ভবিষ্যৎ সম্পর্কে বলেন, “ইগোর চাইতেও অনেক, অনেক বড় টাকা ও নারী। উপনির্বাচনে সমূহ ভরাডুবির সঙ্গে সঙ্গে আমার কাছে খবর আসতে আরম্ভ করেছে। খবর যেমন চাঞ্চল্যকর তেমনি ভয়াবহ ও নিরাশাজনক। যাচাই করতে একটু সময় লাগবে। ইতিমধ্যে আরো খবর আসবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *