আজ খবর ডেস্ক : ২০২১ এর টি-২০ টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল পাকিস্তান। তবুও আত্মবিশ্বাসী খেলায় শেষ রক্ষা হল না তাঁদের। কিনারায় এসে ডুবলো বিশ্বকাপের স্বপ্নের তরী ! গতকাল সেমিফাইনাল ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ১৭৬ রান করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার পর্যন্ত দুই দলের পারফরমেন্স ছিল কাটায় কাটায়। কিন্তু শেষ দিনে জয়ের হাসি হাসে অস্ট্রেলিয়া। ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় পাকিস্তান।

এরপর পাকিস্তানের পরাজয় নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ” দেশদ্রোহীদের জোর কা ঝটকা,পাকিস্তানের হারে ফাটছে পটকা।ভারত পাকিস্তান ম‍্যাচে ভারতের হারে যারা পটকা ফাটিয়েছিল, উল্লাস করেছিল, আজ সেইসব দেশদ্রোহীদের জন‍্য কালো দিন। অষ্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল । অষ্ট্রেলিয়ান ক্রিকেট টিম কে অভিনন্দন। “এরপরই শুরু হয় বিতর্ক।

এর আগে ভারত পাকিস্তানের প্রথম ম্যাচে ভারতকে হতাশজনকভাবে হারিয়েছিল পাকিস্তান। তারপরে পাকিস্তানের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করায়, জম্বু কাশ্মীর এবং উত্তর প্রদেশের বেশকিছু পড়ুয়াকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়। সে সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করলে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হবে। তারপরই বিভিন্ন মহল থেকে ধর্মীয় অসহিষ্ণুতা অভিযোগ আনা হয়েছিল যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। এবার শুভেন্দু অধিকারীর এই মন্তব্য পুনরায় সেই বিতর্ক উস্কে দিল।

প্রথম থেকেই বিজেপিকে কট্টরপন্থী হিন্দু রাজনৈতিক দল হিসেবে সমালোচনা করে এসেছে বহু মানুষ। ভারতীয় সংবিধান স্বীকৃতি পাওয়া ব্যাক্তির ইচ্ছে প্রকাশের স্বাধীনতা, তাহলে কোথাও গিয়ে কি আবারও খর্ব করতে চাইছে বিজেপি ? এই মন্তব্যের পর সেই নিয়ে আবারও জল ঘোলা হচ্ছে একাধিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *