আজ খবর ডেস্ক-

চণ্ডীপুর বিধানসভার ব্রজলালচক, উজমানপুর, চৌখালী, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এখন জলমগ্ন। প্রকৃতির প্রবল দুর্যোগের সঙ্গে এখানকার মানুষ প্রত্যেকটা মুহূর্ত লড়ে যাচ্ছে।। চণ্ডীপুর বিধানসভার বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী। জানালেন, “সাধ্যমত মানুষের পাশে আছি, এর মধ্যেও একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাদের,যে গাড়ি করে রিলিফ ফান্ড আসছিল সেই গাড়ি জলে ডুবে যাওয়ায় চালক ও তাঁর সাহায্যকারী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খাবার ও ত্রাণ সামগ্রী বেশ অনেকটা নষ্ট হয়েছে। কিন্তু এই বন্যাকালীন পরিস্থিতিতে যতটা সম্ভব মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। চাল ডাল, ডিম, আলু পেঁয়াজ ইত্যাদি আমরা মানুষকে দিয়েছি। স্থানীয় প্রশাসনের থেকে আমরা যে ভাবে এই ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহায়তা পেয়েছি তার জন্য তাদের একান্ত ধন্যবাদ।। বেশকিছু গৃহহীনদের ত্রিপল এর ব্যবস্থা সহ বন্যাদুর্গতদের আশ্রয় কেন্দ্রে নিয়মিত খাবারের ব্যবস্থা করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *