আজ খবর ডেস্ক- বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। একাধিক জল্পনা সমীকরণ সবকিছুই এক মুহূর্তে বৃথা হয়ে গেল বিদেশের মাটিতে। তবে শুক্রবার নামমাত্র খেলতে নামবে বিরাট কোহলির দল নামিবিয়ার বিরুদ্ধে।

এদিন টসে জিতে যায় আফগানিস্তান এবং তারপরেই ব্যাট করতে নামে তারা। টিম সাউদির দল চাপে রেখেছিল আফগানিস্তানকে। নাজিবুল্লাহ জাদরান কিছু মাত্র রান তুলতে পারেন। ম্যাচে তাঁর স্কোর ৪৮ বলে ৭৩। ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে শেষ হয় আফগানদের ইনিংস। বোলিংয়ের দিক থেকে কিছুটা সুবিধা ছিল রশিদ খানকে নিয়ে। তবে পাওয়ার প্লের মধ্যে তিনি বল করতে না আসায় সুবিধে হয় অপরপক্ষদের।

ট্রেন্ড বোল্ট এদিন তিন উইকেট নেন ৪ ওভারে। সঙ্গে, ম্যান অফ দা ম্যাচের খেতাব নিয়ে নেন। অন্যদিকে টিম সাউদি ২ উইকেট নেন। মিলিন, নিশান এবং সোডি একটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন কেন উলিয়ামসন, তিনি ৪২ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন এদিন। তাঁর সঙ্গে শেষ অবধি টিকে থাকেন ডেভন কনওয়ে। তিনি ৩২ বলে ৩৭ রান করেন নিউ জিল্যান্ডের হয়ে।

আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট রশিদ খান এবং মুজিবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *