আজ খবর ডেস্ক:
IPL 2023 এই প্রজন্মের ভারতীয় ক্রিকেটে অন্যতম প্রধান মুখ তিনি।
শুধু জাতীয় দলের হয়েই নয়, আইপিএলেও বারবার নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। IPL 2023
অটোচালকের ছেলে থেকে ভারতীয় দলের বোলার হয়ে ওঠার লড়াই কতটা কঠিন, জানেন মহম্মদ সিরাজ (Md. Siraj)। কিন্তু তার পরেও বার বার তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে। খারাপ খেললেই নেটমাধ্যমে গালাগাল শুনতে হয়েছে। সেই সব অভিজ্ঞতা নিয়েই এবার মুখ খুলেছেন সিরাজ।

আইপিএলে (IPL 2023) বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলেন সিরাজ়। সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে একটি ভিডিওতে তিনি নেটমাধ্যমে হেনস্থা নিয়ে মুখ খুলেছেন।
সিরাজ় বলেছেন, ‘‘গালাগাল দেওয়া খুব সহজ। কিন্তু যখন তুমি কারও পরিশ্রমের বিষয়ে কিছু জানো না তখন কী ভাবে কাউকে গালাগাল কর? এই ধরণের কথা সব আত্মবিশ্বাস মাটিতে মিশিয়ে দেয়। ওরা (নেটনাগরিক) আমাকে মেরেই ফেলেছিল। কত রাত যে চোখের জল ফেলেছি সেটা আমিই জানি।’’

যখন তিনি ভাল খেলেন তখন সবাই প্রশংসা করেন। আর খারাপ খেললেই হেনস্থা। এই বিষয়টিই নাকি ভেতর থেকে ধ্বংস করে দেয় সিরাজকে। ডান হাতি পেসার বলেন, ‘‘ভাল খেললে আমাকে ভারতের ভবিষ্যৎ বলা হয়। আবার পরের দিন খারাপ খেললেই বলা হয় অটো চালাতে। এ কী রকমের কথা। আমি বুঝতেই পারি না।’’

তবে সবটাই নেতিবাচক নয়। কিছু ভক্ত তাঁকে ক্রমাগত সমর্থন করে চলেছেন। তাঁদের ধন্যবাদ জানিয়ে সিরাজের বক্তব্য, ‘‘অনেকেই পাশে থেকেছে। তাদের ধন্যবাদ। অনেক পরিশ্রম করে এই জায়গায় উঠে এসেছি। আরও পরিশ্রম করতে চাই। দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *