আজ খবর ডেস্ক- এক লহমায় শেষ হয়ে গেল সব আশা আকাঙ্ক্ষা। যদিও সবকিছু যে শেষ হয়ে যাবে তা আগেই জানা হয়ে গিয়েছিল নীল জার্সি বাহিনীর। তবে জয়ের পরেও কোথাও গিয়ে হতাশা নেমে এল ভারতীয় অধিনায়কের মুখে। শেষ হল এক অধ্যায়, টিম নিয়ে দেশে ফিরলেন বিরাট কোহলি পাশাপাশি, দায়িত্বের ঝোলা কাঁধ থেকে নামিয়ে রাখলেন রবি শাস্ত্রী।

ব্যক্তিগত রেকর্ড করে বিশ্বকাপের খাতায় নাম লিখলেন রোহিত শর্মা। এদিন ৩৭ বলে ৫৬ রান করেন তিনি। নামিবিয়ার সঙ্গে মাঠে লড়াইয়ের পর জয় হাসিল করেছে ভারত ঠিকই, তবে শেষ রক্ষা হবে না জানতেন বিরাট। আফগানদের ধুলোয় মিশিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল নীল জার্সিদের ভাগ্য। বিশ্বকাপে তিন হাজারের এলিট ক্লাবে ঢুকে পড়েন শর্মা। এর আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছিলেন বিরাট কোহলি।

সব মিলিয়ে দিনটা ভালই ছিল ভারতের জন্য। ১৩২ রান তোলে নামিবিয়া, হারাতে হয় ৮ উইকেট। অন্যদিকে ভারত করে ১৩৬ রান, ১ উইকেট হারিয়ে। বেগ পেতে হয়নি ভারতকে। অশ্বিন-জাদেজা তিনটি করে উইকেট পান। স্পিনারদের খেলায় নামিবিয়াকে কাবু হতে হয় ময়দানে। বুমরার দখলে ছিল জোড়া উইকেট। রবি শাস্ত্রির পরে দায়িত্ব কাঁধে তুলে নিলেন রাহুল দ্রাবিড়। স্বাভাবিকভাবেই তাঁর কাছ থেকে অনেকটাই বেশি পরিমাণে চাহিদা থাকবে ক্রিকেট প্রেমীদের। পরবর্তী বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বে কিভাবে নতুন করে সেজে উঠতে পারে ভারতের উর্দিধারীরা সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *