আজ খবর ডেস্ক:
Egyptian heritage মিশর মানেই কি শুধু পিরামিড (Pyramid) , মমি (Mummy)?
মরুভূমি ঘেরা প্রাচীন মিশরের নানা কাহিনি আজও মানুষকে অবাক করে। সেই মিশর মানবসভ্যতাকে এমন কিছু জিনিস উপহার দিয়েছে, যা আজও সমান গুরুত্বের সঙ্গে ব্যবহার হয়।


সেই সব জিনিস আজও আমাদের দৈনন্দিন প্রয়োজন মেটায়। ভাবতে অবাক লাগলেও সত্যি, মানবসভ্যতার সেই প্রাক লগ্নেই আবিষ্কৃত হয়েছিল চমকে দেওয়ার মতো আধুনিক জিনিসপত্র।

তালিকার প্রথম নাম টুথপেস্ট (Toothpaste)। সে সময় মিশরে এক গুঁড়ো জাতীয় মিশ্রণ ব্যবহারের চলন ছিল। যা কার্যত মিশরীয়দের দাঁত পরিস্কার করার কাজে লাগত। সেটাই বিশ্বের প্রথম মাজন। Egyptian heritage

তালিকায় রয়েছে আরেকটি জিনিস ও। প্রাচীন মিশরই তালাচাবি (Lock and Key) উপহার দিয়েছে গোটা বিশ্বকে। ৬ হাজার বছর আগে এই তালাচাবির ব্যবহার শুরু করেছিল মিশর। সে সময় কাঠের তালা তৈরি করে চমক দিয়েছিল তারা। যে তালা খুলতে একটি বিশেষ পিনের আকারের চাবি লাগত।


পরে অবশ্য ধাতব (Metal) তালাচাবির প্রচলন হয়। মিশর এতটাই উন্নত ছিল যে বিশ্বকে নতুন এমন কিছু দিতে পেরেছে, যার গুরুত্ব আজও অপরিসীম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *