আজ খবর ডেস্ক:
Kissing Machine মাত্র ২ সপ্তাহে বিক্রি হয়েছে ৩,০০০ মেশিন। সংস্থার দাবি, আরও ২০ হাজারের বেশি অর্ডার দেওয়া হয়েছে৷
লং ডিসটেন্স রিলেশনশিপে সব সময়েই একটি অভিযোগ থাকে। আর তা হল, সঙ্গীকে ছুঁতে না পারার কষ্ট। একাকীত্বের যন্ত্রণা। Kissing Machine
এবার সেই আক্ষেপ দূর করার উপায় হাতের মুঠোয়। বাজারে এসেছে এমন এক যন্ত্র, যা সর্বদা মনে করাবে সঙ্গী কাছেই আছে, পাশেই আছে।

কোনও সেক্স টয় (Sex Toy) না। লং ডিসটেন্স কিসিং মেশিন (Kissing Machine) বা এক কথায়, চুমু খাওয়ার যন্ত্র। যাঁরা অনেক দূরে বসে আছেন, তাঁরা সেখান থেকেও চুমু খেতে পারবেন। এই মেশিনের মাধ্যমে চুমুর অনুভূতি পাওয়া যাবে, দাবি প্রস্তুতকারী সংস্থার৷
চুমুর মেশিন আবিষ্কার করেছেন চিনের (China) বাসিন্দা Zhao Jianbo৷ করোনা (Corona) পর্বে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারেন নি৷ তাঁকে অত্যন্ত মিস করেছেন৷ আর তাই গার্লফ্রেন্ডকে নিজের কাছেই অনুভব করাতে এই মেশিন তৈরি করেছেন ৷

Siweifushe নামের একটি স্টার্টআপ মেশিনটি বাজারে এনেছে। রয়টার্সের একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে, এই মেশিনের নাম ‘মুয়া’ (MUA)।
দাবি করা হচ্ছে, দুজন আলাদা দুই স্থানে থাকা মানুষ চুমু খেতে পারেন৷ শুধু ফোনকে অ্যাপের সঙ্গে কানেক্ট করতে হবে।
এই মেশিনে দুটি ঠোঁট আছে, যা বাস্তব অনুভূতির স্বাদ দেবে। এটি সেন্সারের কাজ করবে। যখন সঙ্গী মেশিনে চুমু খাবেন,
তখন অন্য মেশিনে সেই তথ্য পাস করবে৷ ওই মেশিন রিঅ্যাক্ট করবে৷

এটি সত্যিকারের চুমুর মত মনে হবে৷ এই মেশিন সঙ্গীর প্রতিক্রিয়া সেন্সারের মাধ্যমে পৌঁছবে অপরজনের কাছে। আপাতত এই মেশিনের দাম ধরা হয়েছে, ৪১ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সবমিলিয়ে ৩৫০০ টাকার মত পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *