আজ খবর ডেস্ক:
Tollygunge Studio Fire রবিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে (NT1 Studio)। দাউ দাউ আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশও। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। Tollygunge Studio Fire

ভোরবেলা কোনও শ্যুটিংয়ের কাজ চলছিল না। তবে ভিতরের অনেক যন্ত্র ও অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের (Short circuit) থেকে এই ঘটনা। একাংশের ধারণা, স্টুডিওর ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন বিধ্বংসী চেহারা নিয়েছিল।


স্থানীয় বেশ কয়েকজন জানিয়েছেন, আগুন লাগার পর এমন অবস্থা হয় যে, বাইরে আশেপাশের বাড়িতেও ছড়িয়ে পড়তে পারত। বেলা বাড়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে প্রাণহানির কোনও খবর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *