আজ খবর ডেস্ক:
WPL Final 23 আর মাত্র কিছুক্ষণ! তারপরেই মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2023) ফাইনাল। উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। একদিকে দিল্লি ক্যাপিটালস, অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স (Delhi vs Mumbai)। WPL Final 23


অবশ্য মেগা ফাইনাল নিয়ে দুপক্ষই যথেষ্ট সিরিয়াস। কেউই প্রতিপক্ষকে হাল্কা ভাবে নিতে রাজি নয়। ইতিমধ্যেই মুম্বাই অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুখে শোনা গিয়েছে, দিল্লির ওপেনিং জুটির প্রশংসা। আবার বিপক্ষের বোলিং-ব্যাটিং শক্তির দিকে নজর রাখছে দিল্লি।

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউস, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), ন্যাট সাইভার-ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, আমানজোৎ কৌর, হুমাইরা কাজি, জিনতিমানি কলিতা, সাইকা ইশাক।

দিল্লির সম্ভাব্য একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি বর্মা, এলিস ক্যাপসি, জেমিমা রডরিগেজ, মারিজান ক্যাপ, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), জেস জোনাসন, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, শিখা পাণ্ডে, পুনম যাদব।

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে জয়ের পরিসংখ্যান বিচার করলে এগিয়ে রয়েছে মুম্বই। গ্রুপ পর্বে অবশ্য দু দলই একে অপরকে হারিয়েছে।

অধিনায়কের ফর্ম চিন্তার কারণ হতে পারে মুম্বইয়ের জন্য। তবে হেইলি ম্যাথিউজ, অ্যামেলিয়া কেররা ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। হরমনপ্রীত এখনও পর্যন্ত টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। যদিও শেষের কয়েকটি ম্যাচে ব্যাটে রান পান নি তেমন।

ব্যাটিংয়ের পাশাপাশি ইসি ওং, ন্যাট সিভারদের ওপর ভরসা রাখছে মুম্বাই। বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছেন, যেকোনও সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
অন্যদিকে, দিল্লির আছে অভিজ্ঞতা। টুর্নামেন্টের শুরু ভাল না হলেও দিল্লির উত্থান ছিল স্বপ্নের মতো। রান রেটের বিচারে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে দিল্লি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *