আজ খবর ডেস্ক:
Abhishek Banerjee শর্তসাপেক্ষে ধর্মতলার শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতির রাজা শেখার মান্থা সভা বাতিলের নির্দেশ না দিলেও, একাধিক শর্ত বেঁধে দিয়েছেন। সভা করার সময় সেই শর্তাবলী মেনে চলতে হবে তৃণমূলকে (TMC)।

এক ঝলকে দেখে নেওয়া যাক আদালতের তরফে দেওয়া নির্দেশ গুলি;
১) পুরো সভার সিসিটিভি নজরদারি করতে হবে।
২) ভিডিওগ্রাফি করতে হবে।
৩) শহিদ মিনার ময়দানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করবে পুলিশ।
৪) ডেপুটি কমিশনার ও জয়েন্ট কমিশনার কে নির্দেশের কপি দেওয়ার পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৫) জনসভা যেখানে হবে সেখানে বাঁশ দিয়ে পুরো জায়গা ঘিরে দিতে হবে। Abhishek Banerjee


৬) এক দিনের অনুষ্ঠান হলেও সেখানে আগে থেকে যাঁরা অবস্থান করছেন, তাঁদের কোনও ভাবেই অসুবিধা করা যাবে না।
৭) ডেপুটি কমিশনার ও জয়েন্ট কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, গেটে ঢোকা থেকে বেরোনোর সমস্ত জায়গাতেই রাখতে হবে সিসিটিভি ক্যামেরা।
৮) বাঁশের সাথে টিন দিয়ে ঘিরে দিতে হবে চারপাশ।

প্রসঙ্গত, তৃণমূলের এই সভার বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। তাঁদের প্রশ্ন ছিল, একটি কর্মসূচি চলাকালীন পুলিশ কী ভাবে অন্য কর্মসূচির অনুমতি দিল?


বুধবার শহিদ মিনার চত্বরে
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণ-অবস্থান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *